December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 9th, 2021, 7:56 pm

রংপুরে জাতীয় অগ্রাধিকার ও স্থানীয় পর্যায়ে সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে খাদ্য মন্ত্রণালয় ও জয়েন্ট অ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প কর্তৃক আয়োজিত খাদ্য ও পুষ্টি নিরাপত্তাঃ জাতীয় অগ্রাধিকার ও স্থানীয় পর্যায়ে সমন্বয় বিষয়ক কর্মশালা এর উপর সরকারি ও বেসরকারি প্রতিনিধি, সিভিল সোসাইটি ফোরাম, রাইট টু ফুড ফোরাম, সিএসএ ফর সান ও গনমাধ্যম প্রতিনিধিদের নিয়ে আরডিআরএস এ গতকাল বৃহস্পতিবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এর গবেষণা পরিচালক মাহবুবুর রহমান । তিনি “জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা- ২০২০” সর্ম্পকে প্রধানত সুষম খাদ্য গ্রহন, খাদ্যের সুফল ও অতিরিক্ত খাদ্য গ্রহনের কুফল, গর্ভবতি ও প্রসূতি মা’দের খাবার বিষয়ে আলোচনা করেন। এসময় সহযোগী গবেষণা পরিচালক ইসমাইল মিয়া “বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতিমালা” সর্ম্পকে,সহযোগী গবেষণা পরিচালক মহিনুর রহমান, “বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রীয় বিনিয়োগ পরিকল্পনা (২০১৬-২০) পুষ্টি সংবেদনশীল খাদ্য ব্যবস্থা (সিআইপি-২)” সম্পর্কে, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অশোক কুমার রায়, “বাংলাদেশের বর্তমান পুষ্টি অবস্থা” সর্ম্পকে আলোচনা করেন। আলোচনায় রংপুর জেলার পুষ্টি উন্নয়নে জেলা পুষ্টি পরিকল্পনায় অন্তর্ভুক্ত কার্যক্রমসমূহ বেগবান করার লক্ষ্যে উপস্থিত অংশগ্রহনকারীগণ মূল্যবান মতামত প্রদান করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ,জানো প্রকল্পের সিনিয়র টিম লিডার, নাজনিন রহমানসহ জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইএসডিও এর কর্মকর্তাবৃন্দ।

—প্রেস বিজ্ঞপ্তি