নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয় । শনিবার (২২ অক্টোবর) সকালে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসান । জেলা প্রশাসন, বি আর টি, রংপুর বিভাগ, রংপুর সার্কেল এবং সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর এর আয়োজনে ” জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২” উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসিব আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মো: ফেরদৌস আলী চৌধুরী, সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,মোছা: শাহনাজ বেগম। বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম। এসময় বি আর টি এ রংপুর এর কর্মকর্তা/কর্মচারীগণ, চালকগণ, স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন