রংপুর ব্যুরো:
রংপুর নগরীর ধাপ এলাকায় জাল টাকা ব্যবহারের অভিযোগে মো. নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। গ্রেফতার নজরুল ইসলাম লালমনিরহাট জেলার সদর থানার বাসিন্দা।
ওসি জানান, নগরীর থাপ এলাকায় নিউ নাবিয়াম ফার্মেসিতে ১৩ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে নজরুল ইসলাম এক হাজার ৮০০ টাকার ওষুধ ক্রয় করেন। পরিশোধের জন্য তিনি দু’টি এক হাজার টাকার নোট প্রদান করেন।
নোট দু’টি নিয়ে ফার্মেসির ইনচার্জ ফজলে রাব্বীর সন্দেহ হয়। নোটগুলো যাচাই করে তিনি দেখেন ওগুলো জাল টাকা। এ সময় তিনি নজরুল ইসলামের কাছে আসল টাকা চান। তিনি আসল টাকা দিতে ব্যর্থ হন এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।
পরে বিষয়টি পুলিশকে জানিয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন ফার্মেসির ইনচার্জ রাব্বী। অভিযোগ পেয়ে পুলিশ পরের দিন রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে জাল টাকা ব্যবহারের অভিযোগে নজরুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তার প্যান্টের পকেট থেকে আরও সাতটি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়। পরে গ্রেফতার নজরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন
বর্ণিল আয়োজনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে মানবিক দিক বিবেচনায় ইলিশ পাঠানো হয়েছে। কারো কোন চাপে নয় : কুড়িগ্রামে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার
টাঙ্গাইলে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার