August 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 2nd, 2025, 6:09 pm

রংপুরে জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

রংপুর ব্যুরো:

রংপুরে অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”র অংশ হিসেবে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এক অনন্য অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গতকাল  শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। এতে অংশ নেন ৩৬ জুলাই আন্দোলনের অন্যতম অধ্যায় “জুলাই আন্দোলন”-এর সঙ্গে যুক্ত থাকা আহত যোদ্ধারা এবং তাঁদের মা-রা, যাঁদের ত্যাগ ও সাহসিকতা স্মরণে আয়োজনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘জুলাইয়ের মায়েরা’ আন্দোলনের সময়কার স্মৃতি, ত্যাগ, ভয়াবহতা ও সাহসিকতার বর্ণনা তুলে ধরেন। তাঁরা বলেন, “আমাদের সন্তানরা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমরা দিয়েছি তাদের সাহস, অনুপ্রেরণা ও আশ্রয়।

অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় “মাদার্স অব জুলাই” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র, যেখানে আন্দোলনের পটভূমি, সংগ্রাম ও পরিবারগুলোর ভূমিকাকে তুলে ধরা হয় বাস্তব অভিজ্ঞতার আলোকে।

এই আয়োজন রংপুরের ইতিহাস ও সংস্কৃতিতে নারী অভিভাবকদের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও নতুন প্রজন্মের জন্য একটি প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ