রংপুর ব্যুরো:
রংপুরে জুলাই -আগষ্ট ২৪ এর গণঅভ্যুন্থানে শহীদদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। রংপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শনিবার তাজহাট জমিদার বাড়ী চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম।
এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ রংপুর এর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহম্মদ মিজানুর রহমান, বন্যপ্রাণী জীববৈচিত্র্য ও সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, রেঞ্জ কর্মকর্তা, মোঃ মোশাররফ হোসেন , ফরেস্টার বন মামলা পরিচালনাকারী মোঃ হাসান হাবিব, এফজি সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ রায়হান কবির ও জুলাই -আগষ্ট ২৪ এর গণঅভ্যুন্থানে শহীদদের পরিবারের সদস্যগণ। এ সময় জুলাই -আগষ্ট ২৪ এর গণঅভ্যুন্থানে ২২ জন শহীদের নামে বৃক্ষরোপন করা হয়।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
মুরাদনগরে মোটরসাইকেল আরোহীকে মারধর, ২ যুবক গ্রেপ্তার
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
গঙ্গাচড়ায় সরকারিভাবে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ