January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 11th, 2022, 6:02 pm

রংপুরে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ,রংপুর :

জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন রংপুর এর আয়োজনে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার নির্ধারিত উপকারভোগী পরিবারের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের ৩য় কিস্তিতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।রোববার সকালে কেরানী পাড়ায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কপোরেশনের মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফা, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ অন্যরা।
উল্লেখ্য, আজ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ০৫ টি স্পটে ৬২৬৩ জন উপকারভোগীর মাঝে ৪০৫ টাকা মূলে ০১ কেজি চিনি, ০২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রয় করা হবে।