April 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 10th, 2025, 1:50 pm

রংপুরে টেকনেশিয়ানদের মানববন্ধন ও সমাবেশ

রংপুর ব্যুরো: রংপুর বিভাগের পাঁচ জেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের এ আই টেকনিশিয়ানরা অর্থ সংকটে পড়ে মানবেতর জীবনযাপনের পাশাপাশি আহাজারি করছেন। গতকাল বুধবার দুপুরে তারা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে বকেয়া ভাতাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা জানান, প্রায় এক বছর থেকে আমাদেরকে বকেয়া ভাতা ও বোনাস কোন কিছুই না দেওয়ার কারণে এ আই টেকনিশিয়ানরা মানবতার জীবনযাপন করছেন। তাদের আহাজারিতে পরিবারের অশান্তি দেখা দিয়েছে। ঠিকমত কেউ সংসারের খচর জোগাতে পারছেন না।

ঈদসহ বড় উৎসবে পরিবারের মাঝে ভালো মানের খাবার কিনে দেওয়া তো দূরের কথা বাচ্চাদের স্কুলে যাওয়ার খরচও দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক সংকটে পড়ে নিজেদের ভাবমূর্তি এলাকার মানুষে কাছে ক্ষুন্ন হয়ে পড়ছে। অনেকেই ধার দেনা করে চলছেন। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বাকি খরচ করে টাকা পরিশোধ করতে না পারায় সমাজ পতিদের কাছে আমাদের টেকনিশিয়ানদের বিরুদ্ধে নালিশ ও দেওয়া হয়েছে। আমরা কাজ করেও টাকা না পেয়ে পাঁচ জেলার কয়েক শতাধিক টেকনিশিয়ান মানবতার জীবনযাপন করছি। আমাদের আহাজারি কারো চোখে পড়ছে না।

তারা আরও জানান, আমাদের বকেয়া ভাতা প্রদানের পাশাপাশি সাত দফা দাবি পুরন করতে হবে। না হলে
অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক সাইদুর রহমান জানান, টেকনিশিয়ানদের দাবিগুলো মন্ত্রণালয়ে তুলে ধরা হয়েছে অতিশীগ্রই বাস্তবায়নের পাশাপাশি বকেয়া ভাতা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।