রংপুর ব্যুরো:
বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় রংপুর সিটি কর্পোরেশনে “ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান ও ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান এবং “সিটি রেজিলিয়েন্স অ্যাকশন প্লান প্রণয়নের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ( ২০ অক্টোবর ) রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোমেনের প্রশাসক ও যুগ্মসচিব মোহা. আশরাফুল ইসলাম।
কর্মশালায় উপস্থিত ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম , প্রকল্পের পৌর নকশা প্রকৌশলী মিজানুর রহমান, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ আব্দুর রকিব খান, আর্কিটেক্ট ফারহানা ইসরাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন ও রংপুর সিটি কর্পোশেনের রাজস্ব কর্মকর্তা মৌসুমী আফরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী প্রমুখ সহ সিটি-লেভেল কোঅর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন ।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর রংপুরকে একটি সহনশীল, পরিকল্পিত ও টেকসই নোডাল সিটি হিসেবে গড়ে তুলতে ক্লাস্টারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি। এ পরিকল্পনার মাধ্যমে নগরীর রাস্তাঘাট, স্যানিটেশন, ড্রেনেজ, পানি সরবরাহ, বাজার উন্নয়ন ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার প্রকল্প নির্ধারণ করা হবে।
সভায় জানানো হয়, রংপুরসহ দেশের আরও ৬টি সিটি কর্পোরেশনে প্রকল্পটি বাস্তকবায়িত হবে, যা ভবিষ্যৎ নগর উন্নয়ন ও বিনিয়োগ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
‘প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার’
বিশ্ববিদ্যালয় দিবস কার্যক্রম স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা
নির্বাচনে সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে দায়িত্বে থাকবে: ইসি সচিব