রংপুর ব্যুরো:
রংপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (আরএআরএস), বুড়িরহাটে অবস্থিত ট্রাইকোগ্রামা রিয়ারিং ল্যাবরেটরিতে “ট্রাইকোগ্রামার রিয়ারিং বিষয়ক ৫দিন ব্যাপী হ্যান্ডস-অন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। ৭ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রশিক্ষণটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও চঅজঞঘঊজ, অচঈট-ইঅজঈ যৌথভাবে আয়োজন করে এবং ঈঅইও বাংলাদেশ সহযোগিতা প্রদান করে। প্রশিক্ষণ কর্মসূচিটি অর্থায়ন করে চঅজঞঘঊজ, অচঈট-ইঅজঈ।
বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের মোট ২০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বারি, ব্র্রি, বিনা, বিজেআরআই, বিএসআরআই, বিডব্লিউএমআরআই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং বেসরকারি প্রতিষ্ঠান এসএএফ-এর প্রতিনিধিরা।
প্রশিক্ষণে ট্রাইকোগ্রামা যা লেপিডোপটারান কীটপতঙ্গ দমনে বহুল ব্যবহৃত একটি জৈব নিয়ন্ত্রণকারী এজেন্ট এর রিয়ারিং, মান নিয়ন্ত্রণ, মাঠ পর্যায়ে অবমুক্তকরণ ও পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রদর্শনী ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণে অর্জিত দক্ষতা দেশের স্থায়িত্বশীল কীটপতঙ্গ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে সহায়ক হবে।

আরও পড়ুন
র্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেছারাবাদে আল্লামা সাঈদী ভবনের উদ্বোধন করেন আন্তর্জাতিক ক্বারিবৃন্দ
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল