January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 9th, 2025, 8:23 pm

রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

রংপুর ব্যুরো: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্‌বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) রংপুর ইন্ডোর স্টেডিয়ামে এই উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগড়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সারাদেশে তারুণ্যের উৎসব- ২০২৫ আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসাবে রংপুরে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন তরুণদের ঐক্যবদ্ধ করবে এবং তাঁদের মধ্যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মিলিত অগ্রগতির বোধ জাগ্রত করবে। তারুণ্যের এই চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুরের পুলিশ সুপার মোঃ আবু সাইম, রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ। উদ্‌বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি দ্বৈতদল অংশগ্রহণ করছে।

এর পূর্বে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি রংপুর জিলা স্কুল থেকে শুরু হয়ে জাহাজ কোম্পানীর মোড় প্রদক্ষিণ করে রংপুর ইন্ডোর স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়।