August 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 16th, 2025, 7:22 pm

রংপুরে দলিত দুই যুবক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রংপুর ব্যুরো:

রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ধনীরামপুর গ্রামের বাসিন্দা রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদ, রংপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দলিত পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি এডভোকেট পলাশকান্তি নাগ, বাসদ নেতা আব্দুল কুদ্দুস , অন্যতম সংগঠক সাজু বাসফোরসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “দলিত সম্প্রদায়ের দুই জন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিচাই।

তাঁরা আরও দাবি জানান, দলিত সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।৯ আগষ্ঠ  ধনীরামপুর গ্রামে চুরির অপবাদে রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে তারাগঞ্জের বুড়িরহাটে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এদিকে শনিবার সকালে বিএনপি রুপলালের পরিবারকে নগদ ৭০ হাজার টাকা প্রদান করা হযেছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম , সাধারন সম্পাদক ও সাবেক সংগ্রামী ছাত্রনেতা মেহেদী হাসান শিপু। এছাড়াও উপজেলা  বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন। অপরদিকে জামায়াতের পক্ষে থেকে এটিএম আজহারুল ইসলাম রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসের পরিবারকে দেখতে যান। তিনি তাদের আর্থিক সাহায্য প্রদান করেন ।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ