September 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 31st, 2025, 7:04 pm

রংপুরে দাদনব্যাবসীকে হত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীর যাবজ্জীবন

রংপুর ব্যুরো:

রংপুরের চাঞ্চল্যকর দাদন ব্যবসায়ি সিরাজুল হত্যা মামলায় ফরিদ মিয়া নামে এক ক্ষুদ্র ব্যাবসায়িকে যাবজ্জীবন করাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে রংপুর সিনিয়র দায়রা জজ আদালেতের বিচারক ফজলে খোদা এই আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর কাউনিয়া উপজেলার সারাই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়ার হাতে খুন হন দাদন ব্যবসায়ী সিরাজুল ইসলাম।  সুদের টাকার ৭০ হাজার টাকা লেনদেন নিয়ে সিরাজুলকে ডেকে নিয়ে হত্যা করে রান্না ঘরের মাটির নিচে পুতে রাখার অভিযোগে সিরাজুলের স্ত্রী মবিনা বেগম বাদি হয়ে মামলা করেন কাউনিয়া থানায়। এ ঘটনায় পুলিশ ফরিদ ও তার স্ত্রী মিস্টির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়। ১৭ জনের স্বাক্ষ্য গ্রহন, জেরা শেষে জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ৬ মাস ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় ফরিদের স্ত্রী মিস্টি বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয় আদালত। রায় দেয়ার সময় স্বামী ও স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।  মামলার রাষ্ট্রপক্ষের পিপি আফতাব উদ্দিন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করেছি। সেকারণে এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুস্ট। যেহেতু আসামী গ্রেফতার আছে। সেকারণে রায় বাস্তবায়ন শুরু হোক।আসামী পক্ষের আইনজীবি শাহেদ কামাল ইবনে খতিব বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো। কারণ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নি।

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ