October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 6:04 pm

রংপুরে দুর্গোৎসবে শৃঙ্খলা রক্ষায় ৪৬ হাজার আনসার-ভিডিপি মোতায়ন

রংপুরব্যুরো:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘœভাবে উদযাপনের লক্ষে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন রংপুর রেঞ্জের ৮ জেলায় ৪৬,৬৯৮ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপির সদস্য শৃঙ্খলার কাজে মোতায়ন করা হয়েছে।

রংপুর বিভাগের ৮ জেলায় ৫৩৪৩ টি পূজাম-পে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র সদস্যরা পূজাম-পের আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমাহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল নির্দেশনায় বিভাগের আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্টগণ পূজাম-পের জন্য শারীরিক যোগ্যতা সম্পন্ন যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত আনসার-ভিডিপির সদস্যদের ঝুঁকিপূর্ণ ম-পে ১ জন পিসি ১ জন এপিসি ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৮ জন করে ডিউটি পালন করছেন, কম ঝুঁকিপূর্ণ পূজাম-পে ৪ জন পুরুষ আনসার-ভিডিপি ও ২ জন মহিলা ভিডিপিসহ ৬ জন ও সাধারণ পূজাম-বে ১ জন এপিসি, ৩ জন পুরুষ আনসার ভিডিপি ২ জন করে মহিলাসহ ৬ জন আনসার সদস্য দায়িত্ব পালনে রয়েছে। উল্লেখ, রংপুর জেলার ৯০৭টি ম-পের জন্য ৭ হাজার ৬ শত ৪৮ জন আনসার-ভিডিপির সদস্য, কুড়িগ্রাম জেলার ৫২৫ টি পূজাম-পের জন্য ৪ হাজার ৬ শত ৪৪ জন, লালমনরিহাট জেলার ৪৬৮টি পূজাম-পের জন্য ৪ হাজার ২ শত ৩৬ জন, গাইবান্ধা জেলার ৫৭৭টি ম-পের জন্য ৪ হাজার ৯ শত ৪৮ জন, নীলফামারী জেলার ৮৪১টি ম-পের জন্য ৭ হাজার ৪২ জন, দিনাজপুর জেলার ১২৫৯টি ম-পের জন্য ১১ হাজার ৫৬ জন, ঠাকুরগাঁও জেলার ৪৬৮টি ম-পের জন্য ৪ হাজার ৪ শত ৩৬ জন, পঞ্চগড় জেলার ২৯৮ টি ম-পের জন্য ২ হাজার ৬ শত ৮৮ জনসহ মোট ৪৬,৬৯৮ জন আনসার ভিডিপির সদস্য শন্তিশৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রংপুর রেঞ্জের উপমহাপরিচালক আবদুল আউয়াল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে আনাসার-ভিডিপি সদস্যদের মাঝে আইনশৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্রদান করেন। আনসার সদস্যদের  ব্রিফিং-এ বলেন পূজাম-পের দায়িত্ব পালনকালীন সময়ে করণীয় কর্ম-কর্তব্য সম্পর্কে নিয়োগপূর্ব দিক নির্দেশনা প্রদান করেন এবং তারা সু-শৃঙ্খল ও সারিবদ্ধভাবে পূজাম-পে চলাচল, গমনাগমন ও পরিদর্শনে সার্বক্ষণীকভাবে এসব নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা দর্শনার্থীদের সহায়তা করার কথা উল্লেখ করেন। জরুরী মুহুর্তে ব্যাটালিয়ন আনসারগণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ আনসার-ভিডিপিদের দায়িত্বে থাককালীন সময় কর্মকর্তাগণ ডিউটি পরিদর্শন, তদারকিও পালন করবেন বলে সূত্রে জানায়।