রংপুরব্যুরো:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা নিরাপদ ও নির্বিঘœভাবে উদযাপনের লক্ষে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন রংপুর রেঞ্জের ৮ জেলায় ৪৬,৬৯৮ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপির সদস্য শৃঙ্খলার কাজে মোতায়ন করা হয়েছে।
রংপুর বিভাগের ৮ জেলায় ৫৩৪৩ টি পূজাম-পে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র সদস্যরা পূজাম-পের আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমাহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল নির্দেশনায় বিভাগের আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্টগণ পূজাম-পের জন্য শারীরিক যোগ্যতা সম্পন্ন যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত আনসার-ভিডিপির সদস্যদের ঝুঁকিপূর্ণ ম-পে ১ জন পিসি ১ জন এপিসি ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৮ জন করে ডিউটি পালন করছেন, কম ঝুঁকিপূর্ণ পূজাম-পে ৪ জন পুরুষ আনসার-ভিডিপি ও ২ জন মহিলা ভিডিপিসহ ৬ জন ও সাধারণ পূজাম-বে ১ জন এপিসি, ৩ জন পুরুষ আনসার ভিডিপি ২ জন করে মহিলাসহ ৬ জন আনসার সদস্য দায়িত্ব পালনে রয়েছে। উল্লেখ, রংপুর জেলার ৯০৭টি ম-পের জন্য ৭ হাজার ৬ শত ৪৮ জন আনসার-ভিডিপির সদস্য, কুড়িগ্রাম জেলার ৫২৫ টি পূজাম-পের জন্য ৪ হাজার ৬ শত ৪৪ জন, লালমনরিহাট জেলার ৪৬৮টি পূজাম-পের জন্য ৪ হাজার ২ শত ৩৬ জন, গাইবান্ধা জেলার ৫৭৭টি ম-পের জন্য ৪ হাজার ৯ শত ৪৮ জন, নীলফামারী জেলার ৮৪১টি ম-পের জন্য ৭ হাজার ৪২ জন, দিনাজপুর জেলার ১২৫৯টি ম-পের জন্য ১১ হাজার ৫৬ জন, ঠাকুরগাঁও জেলার ৪৬৮টি ম-পের জন্য ৪ হাজার ৪ শত ৩৬ জন, পঞ্চগড় জেলার ২৯৮ টি ম-পের জন্য ২ হাজার ৬ শত ৮৮ জনসহ মোট ৪৬,৬৯৮ জন আনসার ভিডিপির সদস্য শন্তিশৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রংপুর রেঞ্জের উপমহাপরিচালক আবদুল আউয়াল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে আনাসার-ভিডিপি সদস্যদের মাঝে আইনশৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্রদান করেন। আনসার সদস্যদের ব্রিফিং-এ বলেন পূজাম-পের দায়িত্ব পালনকালীন সময়ে করণীয় কর্ম-কর্তব্য সম্পর্কে নিয়োগপূর্ব দিক নির্দেশনা প্রদান করেন এবং তারা সু-শৃঙ্খল ও সারিবদ্ধভাবে পূজাম-পে চলাচল, গমনাগমন ও পরিদর্শনে সার্বক্ষণীকভাবে এসব নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা দর্শনার্থীদের সহায়তা করার কথা উল্লেখ করেন। জরুরী মুহুর্তে ব্যাটালিয়ন আনসারগণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ আনসার-ভিডিপিদের দায়িত্বে থাককালীন সময় কর্মকর্তাগণ ডিউটি পরিদর্শন, তদারকিও পালন করবেন বলে সূত্রে জানায়।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার