December 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 8:23 pm

রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রংপুর ব্যুরো:

রংপুরের নবাগত  পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফাত হোসাইন অতীতের বিতর্কিত ও তথাকথিত নির্বাচনের পুনরাবৃত্তি কোনওভাবেই হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন । গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় রংপুর পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।পরিচিতি সভায় মারুফাত হোসাইন বলেন, “আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি। নির্বাচন কমিশন খুব শিগগিরই তারিখ ঘোষণা করবেন। আমাদের হাতে সময় খুবই কম—মাত্র দুই মাস। এই সময়টুকুতেই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। কারণ ট্রেনিংয়ে গ্যাপ থাকলে যুদ্ধে পরাজয় অনিবার্য।”তিনি আরও বলেন, রংপুরের আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা যদি সমন্বিতভাবে প্রস্তুতি গ্রহণ করেন, তবে রংপুরবাসীকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ, ভয়হীন ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

পুলিশ সুপার বলেন , রংপুরে এমন একটি পরিবেশ তৈরি করা হবে যাতে সাধারণ ভোটার বুঝতে পারেন— ভোটকেন্দ্রে যেতে তাদের কোন বাধা, আতঙ্ক বা ঝুঁকি নেই। তিনি বলেন, “জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং সেই ভোট যেন সঠিকভাবে গণনা হয়—এটাই আমাদের মূল দায়িত্ব।”পুলিশ সুপার আশ্বস্ত করে আরও বলেন,“বিগত দিনগুলোতে কেমন নির্বাচন হয়েছে তা আমরা সবাই জানি। এবার সেই তথাকথিত নির্বাচনের পুনরাবৃত্তি হবে না—এটাই আমাদের অঙ্গীকার। আপনারা নিশ্চিত থাকুন, এবারের নির্বাচন হবে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভয়হীন।”সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই মনে করেন নির্বাচন হবে কি না। এসপি বলেন, “নো, এবার এ ধরনের কোনো প্রশ্নই নেই। নির্বাচন হবেই। সরকারের সর্বস্তরের অথরিটিজনরা চাচ্ছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে।” এই সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।সভার শুরুতেই পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশে বলেন, রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।সাংবাদিকরাও রংপুরের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি এবং মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরেন।এসপি মনোযোগ দিয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তাদের সঙ্গে সপ্রতিভ ও আন্তরিকভাবে মতবিনিময় করেন।সভার পরিবেশ ছিল প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ এবং সমস্যা সমাধানের মনোভাবপূর্ণ।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।