রংপুর ব্যুরো: “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বিচার চাই এখনই” দাবিতে রংপুরে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। সম্প্রতি দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণের মতো অনাকাঙ্খিত ঘটনাগুলোর বিচার নিশ্চিতের দাবিতে রবিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সকাল ১১টায় ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য । এ সময় সংহতি প্রকাশপূর্বক বক্তব্য প্রদান করেন ব্লাস্ট রংপুরের কোঅর্ডিনেটর ও সনাক সদস্য এডভোকেট দিলরুবা রহমান, স্বর্ণনারী এসোসিয়েশন এর সভাপতি মঞ্জুশ্রী সাহা, সনাক সদস্য অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, “রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের শিকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এর বিচার দাবি জানাই। একইসাথে বিবেকবান মানুষরা যতক্ষণ পর্যন্ত তাদের ভয়েসটা রেইস না করবে ততক্ষণ পর্যন্ত এ ধর্ষণের ঘটনা ঘটেই যাবে। দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্থ সময় অতিবাহিত করছে। আছিয়ার মৃত্যুর খবর শুনে যেমন ভয়ে শিহরিত হয়েছি। আমরা সেই পরিস্থিতিতে এখনো আছি। অনেকেই ঈদের কিনা কাটা রাতে বন্ধ করে দিয়েছে কেন কারণ আমাদের নিরাপত্তার সমস্যা আছে। আমাদের এই আমার পরিস্থিতি কতদিন থাকবে তা আমরা সমাধান চাই। যারা নিপীরণকারী, ধর্ষক ও সমাজবিরোধী তাদের প্রতি শূণ্য সহিঞ্চুতা প্রদর্শন করার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।” মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন ।
রংপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সনাক এর মানববন্ধন

আরও পড়ুন
রংপুর অঞ্চলের আলু চাষিরা পড়েছেন বিপাকে
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত