January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 4th, 2023, 11:57 am

রংপুরে পত্রিকা বিক্রেতা ও মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদপত্র হকার্স ইউনিয়নের পত্রিকা বিক্রেতা ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।
বুধবার বিকেল ৩ টায় রংপুরে সংবাদপত্র হকার্স ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শীতকালীন কম্বল বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রংপুর ড. চিত্রলেখা নাজনীন। এতে ২৫০জন পত্রিকা বিক্রেতা কে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, সহকারী কমিশনার আহমেদ লাবীব জিসান, বিশিষ্ট সমাজ সেবক লতিফুর রহমান মিলন সহ হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ ও পত্রিকা বিক্রেতাগণ। এদিকে গতকাল দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মোছাদ্দেক হোসেন বাবলু . মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এতে ৩শ জন অসহায় দুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয় ।