রংপুর ব্যুরো:
রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ে পাঁচ দিনব্যাপী (১০ই আগস্ট থেকে ১৪ই আগস্ট, ২০২৫) শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ই আগস্ট) বিকালে রংপুর বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (১ম ব্যাচ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ এহেছানুল হক।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকে বলেন, বিসিকের প্রশিক্ষণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের যেকোন সমস্যায় সহযোগিতা করার আশ্বাস দেন
উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সফল উদ্যোক্তার গুণাবলি, এসডব্লিউওটি এনালাইসিস, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং, প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, ব্যাংক ঋণপ্রাপ্তি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ