January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 1st, 2023, 12:24 pm

রংপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রংপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইন্স মাঠে পুস্তস্তবক অর্পণ করে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ । এসময় বিশেষ অতিথি পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বাসুদেব বণিক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, র‌্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী । এতে পুলিশের বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা, কর্মচারী ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার।এ সময় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয় ।