October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 6:23 pm

রংপুরে পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্র এর  প্রতিযোগিতা

রংপুর ব্যুরো:

রংপুরে পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্র এর  প্রতিযোগিতা অনুষ্ঠিদ হয়েছে ।গতকাল বৃহস্পতিবার গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়নে গংগাচড়া আরাজিনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাফুজার রহমান, মোঃ ওয়াহেদুজ্জামান রাসেল, ইউপি সদস্য, প্রকল্প সমন্বয়কারী ডাঃ মোঃ শামসুর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, তাহিরা আখতার বানু, পরিবার কল্যাণ সহকারী, গংগাচড়া, এলাকা ব্যবস্থাপক সুদাসন রায়, গ্রাম বিকাশ কেন্দ্র, প্রোগ্রাম অফিসার -লাইভলীহুড মোঃ আসাদুজ্জামান, টিও-সিএম মোঃ জিয়াউর রহমান, টিও-নিউট্রিশন সুরাইয়া আক্তার, শাখা ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান, এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান, সহকারী কারিগরি কর্মকর্তা – পুষ্টি হিরু কুমার রায়, রাহেনা খাতুন, রেশমা খাতুন, মো: আসাদুল ইসলামপ্রমুখ।মেলায় কিশোরী ক্লাবের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কমিউনিটির মানুষ, স্কুলের শিক্ষক,ছাত্র-ছাত্রী মেলায় অংশগ্রহণ করেন। দিনব্যাপি পুষ্টি মেলায় স্টল পরিদর্শন, খেলা-ধুলা, নাচ-গান, পথনাটক প্রদর্শন, স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, টাইফয়েড টিকা নিবন্ধন করনসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।