রংপুর ব্যূরো : ঘনকুয়াশার কারণে রংপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত আহত ২০ জন হয়েছেন। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পৃথক ৩টি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে সকাল ৯টার দিকে নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। এরা হলেন- রংপুরের কাউনিয়ার শাহিন আলম ও কুড়িগ্রাম জেলার উলিপুরের রমজান আলী। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছেন। আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। ঘটনাটি পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে ঘটে।অন্যদিকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজার এলাকায় কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।
হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়ন পুলিশ সুপার মো:তারিকুল ইসলাম জানান সঠিক মৃত্যুর সংখ্যা জানা যায় নেই । এই মর্মান্তিক দুর্ঘটনায় গুলো ঘটে থাকে । তিনি চালক ও যাত্রীদের মধ্যে বাসে মধ্যে কথা না বলার পরামর্শ দেন । এতে উভয়কে শান্ত থাকার আহবান জানান।
আরও পড়ুন
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ব্যক্তির মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি
অন্তর্বর্তীকালীন সরকারকে খুনিদের বিচার কার্যকরের জন্য দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান পাঁচ দিনের রিমান্ডে