August 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 28th, 2025, 7:20 pm

রংপুরে প্রকৌশলীকে জবাইয়রে হুমক:িআইইবরি মানববন্ধন ও সাংবাদকিসম্মলেন

রংপুর ব্যুরো:

রংপুরে নসেকোতে র্কমরত সহকারী প্রকৌশলী রকূণূজ্জামাণকে জবাই করে হত্যার হুমকরি ঘটনায় চরম ক্ষোভ ও প্রতবিাদ জানয়িছেনে প্রকৌশলীরা। এ ঘটনার প্রতবিাদে বৃহস্পতবিার সকালে রংপুর নগরীর আরকে রোডস্থ ইঞ্জনিয়র্িাস ইনস্টটিউিশন ভবনরে সামনে মানববন্ধন র্কমসূচি পালন করছেে ইন্সটটিউিশন অব ইঞ্জনিয়র্িাস, বাংলাদশে (আইইব)ি রংপুর কন্দ্রে।

প্রকৌশলী রবউিল ইসলামরে সভাপতত্বিে অনুষ্ঠতি প্রতবিাদ সমাবশেে বক্তব্য রাখনে সংগঠনরে সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকউিল আলম, প্রকৌশলী আব্দুল মতনি, সদস্য প্রকৌশলী শাহরয়িার মরিাজসহ অন্যরা।বক্তারা বলনে, দশেরে বদ্যিুৎ, শল্পি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে প্রকৌশলীরা সব সময় সামনরে কাতারে থকেে কাজ করে আসছনে। অথচ র্কমক্ষত্রেে তাদরে নরিাপত্তা ও র্মযাদা আজ মারাত্মক হুমকরি মুখ।ে প্রকৌশলী রকূণূজ্জামাণরে মতো একজন দায়ত্বিশীল র্কমর্কতাকে জবাই করার হুমকি কোনোভাবইে মনেে নওেয়া যায় না।

তারা অবলিম্বে দায়ীদরে আইনরে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তরি দাবি জানান।মানববন্ধন শষেে আইইবরি পক্ষ থকেে এক সংবাদ সম্মলেন অনুষ্ঠতি হয়। সখোনে লখিতি বক্তব্য পাঠ করনে প্রকৌশলী সাকউিল আলম, সাধারণ সম্পাদক, আইইবি রংপুর কন্দ্রে।তনিি বলনে, “যে কোনো রাষ্ট্ররে অবকাঠামোগত, শল্পি, প্রকৌশল ও প্রযুক্তগিত উন্নয়নরে জন্য প্রকৌশলীদরে যথাযথ নয়িোগ, পদোন্নত,ি পদায়ন, র্কমস্থলে নরিাপত্তা ও র্মযাদা নশ্চিতি করা অপরহর্িায। কন্তিু অত্যন্ত পরতিাপরে বষিয়, গত ২৫ আগস্ট সহকারী প্রকৌশলী রকূণূজ্জামাণ র্কমস্থলে দায়ত্বি পালনকালে জবাই করে হত্যার হুমকরি শকিার হয়ছেনে। আমরা এ ঘটনার তীব্র নন্দিা জানাই এবং অবলিম্বে দোষীদরে গ্রপ্তোর করে শাস্তি দাবি করছ।ি”সম্মলেনে রংপুররে বভিন্নি সরকারি প্রকৌশলী দপ্তররে র্কমর্কতা-র্কমচারীরাও উপস্থতি ছলিনে।

 

আব্দুর রহমান মন্টিু

রংপুর ব্যুরো চীফ