নিজস্ব প্রতিবেদক, রংপুর :
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । গতকাল রবিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কমিউনিটি চক্ষু হাসপাতাল সাইটসেভার্স এর সহায়তায় ডিসট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড, চিত্র লেখা নাজনীন ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এ ডব্লিউ রায়হান শাহ, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক আব্দুল মতিন। এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক মো:ফয়জুর রহমান, সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী কর্মকর্তা মো:মাসুদ রানা,কমিউনিটি চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, বীর মুক্তিয়োদ্ধা আকবার হোসেন প্রমূখ ।
সভায় প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠানের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়।সভায় কমিউনিটি চক্ষু হাসপাতালের পক্ষ হতে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার, ক্রাচ ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী