October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 5:45 pm

রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

রংপুর ব্যুরো:

রংপুরের গংগাচড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র। গতকাল মঙ্গলবার সকালে গংগাচড়া উপজেলা পরিষদ চত্বর গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ‘‘ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহাফুজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা অফিসার, মো: মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো: আবতাবুজ্জামান ,প্রকল্প সমন্বয়কারী ডা: মো: শামসুর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, কারিগরি কর্মকর্তা-কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, কারিগরি কর্মকর্তা -পুষ্টি সুরাইয়া আক্তার, এটিও নিউট্রিশন রেশমা আক্তার, এটিও -লাইভলীহুড উজ্জ্বল চন্দ্র প্রমুখ।

প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ ও চলাচলের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গংগাচড়া ইউনিয়ন ও আলমবিদিতর ইউনিয়নের ১৯ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৫টি হুইল চেয়ার, ১২টি হেয়ারিং এইড, ১টি এলবো ক্র্যাচ, ১টি চারখুটি লাঠি বিতরণ করা হয়।