রংপুর ব্যুরো:
৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে কমিউনিটি চক্ষু হাসপাতাল, মডার্ণ মোড় এর উদ্দ্যোগে গতকাল বুধবাব দুপুরে সাইটসেভার্স এর অর্থায়ন এবং সহায়তায় ডিসট্রিক্ট ইনকু¬িসভ আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের বণার্ঢ্য র্যালি শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জআবু সাইদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনীল চন্দ্র বম্মর্ণ। আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা:শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জনাব সুশান্ত চন্দ্র রায়। উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী মাসুদ রানা, কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক তুষার কান্তি দাস, সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম। রংপুরের ৮টি উপজেলার ১৪ টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের ১৪ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়।

আরও পড়ুন
খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী- ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী
হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি
বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনা সভা