September 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 2nd, 2025, 7:02 pm

রংপুরে বর্ণাঢ্য র‌্যালি: বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রংপুর ব্যুরো:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকেলে মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা বিএনপিকে ফ্যাসিবাদবিরোধী একমাত্র দল আখ্যায়িত করে বলেন, রংপুরে বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কোনো নেতাকর্মী যেন এ ধরনের চক্রান্তকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। জুলাই বিপ্লবে দলের অবদান স্মরণ করে তারা অভিযোগ করেন, স্বাধীনতার বিপক্ষ একটি শক্তি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। বক্তারা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, তারেক রহমান নির্দেশ দিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মুহূর্তেই ঘোলা পানি পরিষ্কার করতে সক্ষম হবে।

সভায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বক্তারা।