April 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 15th, 2025, 1:34 pm

রংপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন

রংপুর ব্যুরো: ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশের মতো রংপুরেও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। সকাল ১০টায় রংপুর জিলা স্কুলের বটতলা থেকে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল, ২০২৫) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন।

বৈশাখের গান, বাঁশি ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর, মডার্ন মোড় প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্র্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রায় বাঙালি সমাজের নানা ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনসমূহের সামনে বিভিন্ন বিভাগ আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। বাঙালি ঐহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলা নববর্ষ উদযাপন করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। উপাচার্য আরও বলেন, বাঙালি ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়, সেজন্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।

পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিশ^বিদ্যালয়ের তিন আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিনে ৩০ চৈত্র (১৩ এপ্রিল, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।