March 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 17th, 2025, 3:19 pm

রংপুরে বিএনপির অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

‎রংপুর ব্যুরো:  রংপুরের বদরগন্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে বিএনপির অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ডলু শাহ্ ও স্থানীয় গ্রাম পুলিশের দাপাদার জমশেদ এর বিরুদ্ধে।
‎গতকাল ১৫ জানুয়ারি শনিবার  রাতে উপজেলার লোহানীপাড়া  ইউনিয়নের কাঁচাবাড়ী বাজারে আওয়ামী লীগের ইফতার মাহফিল ও আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী দেয়ার সময় বিএনপির লোকজনের সাথে কথা কাটাকাটি হয় ও স্থানীয় আওয়ামী লীগের এমপি ডিউক চৌধুরী ও টুটুল চৌধুরীর ও ডলু শাহ্ লোকজন  এ ঘটনা ঘটান। এ সময় কার্যালয়ে থাকা দলীয় নেতা-নেত্রীদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট করা হয়।লোহানীপাড়া  ইউনিয়ন বিএনপির সভাপতি……………..  জানান, দীর্ঘদিন লোহানীপাড়া  ইউনিয়নে বিএনপির দলীয় কোনো কার্যালয় ছিল না। গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাঁচাবাড়ি  হাটে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়।

তিনি আরও জানান, কার্যালয়টিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। এছাড়াও নেতাকর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়েছিল। কিন্তু গতকাল  রাতে আওয়ামী লীগের  দুষ্কৃতকারী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে দলীয় ছবি, ব্যানারসহ আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।বদরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) …….. খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে তদস্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব ………..  জানান, লোহানীপাড়া  ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে কাঁচাবাড়ি  বাজারে একটি দলীয় কার্যালয় করা হয়েছিল। কিন্তু শনিবার  রাতে আওয়ামী সন্ত্রাসীরা কার্যালয়টি ভেঙে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্ততি চলছে।