October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 5:18 pm

রংপুরে বিএসটিআইর ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত

রংপুর ব্যুরো:

সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে ৫৬ তম বিশ্ব মান দিবস ।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, রংপুর ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান ছাড়াও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিও পরিচালক রসিদুস সুলতান বাবলু এবং রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু ।

ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌঃ মুবিন-উল-ইসলাম। তিনি বলেন ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও‘র সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১শ৭৭ টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। তিনি গত এক বছরে রংপুর বিভাগের প্রতিটি জেলা এবং উপজেলায় সচেতনামুলক কার্যক্রম ছাড়াও সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।