April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 17th, 2025, 11:23 am

রংপুরে বিনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: রংপুর অঞ্চলের বিনা উদ্ভাবিত প্রতিকুলতা সহনশীল জাত সমুহের পরিচিতি, সম্প্রসারণ ও শস্য বিন্যাস অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার দিনব্যাপী বিনা রংপুর উপকেন্দ্রে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক কৃষিবিদ ডক্টর মো: আবুল কালাম আজাদ।

ডিইডি রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনার এসআরএবি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ডক্টর মাহবুবুল আলম তালুকদার ,পিএসও ও প্রকল্প পরিচালক ডক্টর হাসানুজ্জামান ,বিনা রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলী, বিনা ক্রপ ফিজিওলজি বিভাগের পিএসও ডক্টর মো: বাবুল আকতার। এতে স্বাগত বক্তব্য রাখেন পিএসও ও উপ-প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান । এ সময়  আরও বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: সিরাজুল ইসলাম , বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহমুদুল হাসান ও মোতাব্বের রহমান প্রমূখ।

পরমানু কৌশলের মাধ্যমে হাওর, চরাঞ্চলের  অভিযোজন প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় রংপুর কৃষি অঞ্চলের ৮ জেলার কৃষি  সম্প্রসারণ অধিধপ্তরের উপ-পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, বীজ উদ্যোক্তারা, বিনার উদ্ভাবিত ফসলের জাতের ফলন, সম্প্রসারণ ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।