নিজস্ব প্রতিবেদক, রংপুর :
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনন্সিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল ও সরিষার নতুন জাত ”বিনাসরিষা-১১ এর মাঠ দিবস রংপুরে অনুষ্ঠিত হয়েছে । রোববার সকালে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো.আব্দুল মালেক, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের প্রশিক্ষণ অফিসার ড, মো: এনামুল হক , জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো.খোরশেদ আলম, বিনা রংপুরের ভারপ্রাপ্ত কমর্কতা ড.মোহাম্মদ আলী ।
উপজেলা কৃষি অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, মো: মোতালেবুর রহমান , কৃষক মো: মশিযার রহমার মিঠু প্রমূখ। মাঠ দিবসে জানায় গেছে উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল ও সরিষার নতুন জাত ”বিনাসরিষা-১১ চাষ করে কৃষক ভাল ফলন পাবেন । বিনা সরিসা-১১ জাতে কৃষকের খরচ কম এবং ফলন ভাল হবে । রংপুর বিভাগের ৮ জেলায় ৩২ শ কেজি ২ হাজার কৃষকের মাঝে বীজ সহায়তা দেয়া হয়েছে । এতে ”বিনাসরিষা-১১ চাষ করে কৃষকরা ফলন ভাল পাচ্ছেন বলে জানান রংপুর বিনার ভারপ্রাপ্ত কমর্কতা ড.মোহাম্মদ আলী।
আরও পড়ুন
গঙ্গাচড়ায় কিশোর কিশোরী ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়াপ্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
রংপুর বিভাগ চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ
সাপাহারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাগত ইউএনও সেলিম আহমেদ