July 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 27th, 2025, 10:12 pm

রংপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ কারবারি গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে নাগেরহাট সাহেবগঞ্জ বাজার এলাকায় ২৭ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার ও নগদ অর্থসহ মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তরে করেছে সেনাবাহিনী।গতকাল শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা’আরিয বিন বাশার।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত সেনা টহলটিম শুক্রবার (২৫ জুলাই) নাগেরহাট বাজারে রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা’আরিয বিন বাশার এবং লেফটেন্যান্ট মো. নাজমুল হোসেন মানিক।

অভিযানের সময় নাগেরহাট ও সাহেবগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি চালিয়ে মাদক কারবারি নজরুল ইসলামের (৪০) কাছ থেকে ২টি বস্তায় ১৬০ পিস স্পিডের বোতল ভরা ২৭ লিটার দেশীয় চোলাই মদ বিক্রির সময় গ্রেফতার করে সেনাবাহিনী। এসময় অভিযানে মাদক কারবারির কাছে থাকা চোলাই মদ বিক্রির নগদ অর্থ ১ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা ও ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারি হলেন, রংপুরের মিঠাপুকুর থানার চক দুর্গাপুর দুলারহাট এলাকার ফজলউদ্দিন ছেলে নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে এই চোলাইমদের কারবার করে আসছে তার নামে আরও একটি মাদক মামলা রয়েছে।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ