নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরে বিভাগীয় পরিবার পরিকল্পনায় সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি’ অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিবার পরিকল্পার উপ পরিচালক মোজাম্মেল হক, পরিবার পরিকল্পার অধিদপ্তরের সহকারী প্রধান মো: আবুল কাশেম,সদর উপজেলা পরিবার পরিকল্পার অফিসার সিহাব উদ্দিন প্রমূখ।
কর্মশালায় বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন বলেন, মানুষের পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে পরিবার পরিকল্পনা ভিত্তিক দেশের সকল দপ্তর ও সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে। এ বিষয়ে সৃষ্টি করতে পারলে দেশের প্রতিটি পরিবার হবে সুখী ও সমৃদ্ধ।
কর্মশালায়, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী, সূর্যের হাসি ক্লিনিক, মেরী স্টোপস ক্লিনিক, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিসহ বিভিন্ন দপ্তর অংশগ্রহণ করে। এসময় সরকারি-বেসরকারি দপ্তরগুলো পরিবার পরিকল্পনা নিয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন। পরে এনজিও কার্যক্রমের অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবার পরিকল্পার অধিদপ্তরের সহকারী প্রধান মো: আবুল কাশেম ।
দিনব্যাপী এই কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার পরিবার পরিকল্পার উপ-পরিচালক, রংপুর জেলা ৮উপজেলার কর্মকর্তা ১১ টি এনজিও কর্মকর্তা , পরিবার পরিকল্পনা সহকারী উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন