নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অফিযোগে একজন ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৩ রংপুর এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান সোমবার সংবদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গত ৩০ সেপ্টেম্বর রংপুর কোতয়ালী সদর থানার একজন ভিকটিম ধর্ষণ মামলা দায়ের করে। ঐ মামলার মূল পলাতক আসামীকে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৩ এর শাপলা চত্ত্বর কোম্পানী কমান্ডার বরাবর দায়িত্ব অর্পন করা হয়। এর প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পবরর্তীতে র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত গত রোববার রংপুর কোতয়ালী থানার দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামী শ্রী ললিত চন্দ্র (৪০) কে গ্রেফতার করে। সে নগরীর ফতেপুর (উত্তর ফতেপুর) গ্রামের শ্রী আয়মন চন্দ্র কবিরাজের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করে।
উল্লেখ্য যে, জনৈকা এক নারীর স্বামী তাকে ছেড়ে ১০ বছর পূর্বে অন্যত্র চলে যায়। তারপরও উক্ত নারী তার শিশু সন্তানকে অবলম্বন করে স্বামীর বাড়িতে অসহায় জীবন যাপন করতে থাকে। পরবর্তীতে সে একটি বেসরকারী কোম্পানীতে মাঠ কর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করতে থাকে। সেই সুবাদে শ্রী ললিত চন্দ্রের সাথে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে মোবাইল ফোনে নিয়মিত তাদের যোগাযোগ চলতে থাকে। ললিত চন্দ্র তার স্ত্রীর বিভিন্ন শারীরিক সমস্যার কথা বলে উক্ত নারীকে বিবাহের প্রস্তাব দেয়। এছাড়াও বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে ললিত চন্দ্র্রে স্ত্রী সন্তান বাড়িতে না থাকায় সে ঐ নারীকে তার বাড়ীর পাশে কমিউনিটি ক্লিনিক এর সামনে আসতে বলে। ভিকটিম সরল বিশ^াসে সেখানে গেলে ললিত চন্দ্র তাকে বাড়ীর পিছনে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তার সাথে দৈহিক মেলামেশা করার জন্য জোড়াজুড়ি করে। এতে ভিকটিম রাজি না হওয়ায় তাকে বিবাহের আশ^াষ দিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এর পর হতে তাহার অসহায়ত্বের সুযোগ নিয়ে ললিত চন্দ্র তার পরিচিত লোকজনের বাড়ীতে নির্জন স্থানে নিয়ে ভিকটিমকে অসংখ্য বার ধর্ষণ করে। গত ৭ই আগষ্ট ভিকটিম এর বাড়ীতে কেউ না থাকায় ললিত রাতে দরজায় গিয়ে ডাকতে থাকে এবং ভিকটিম দরজা খোলামাত্র তার মুখ চেপে ধরে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে জোরপূর্বক ধর্ষণকরে এবং ধর্ষণ শেষে তাকে কোনদিন বিবাহ করবেনা বলে জানায় এবং এ কথা কাউকে জানালে তাকে খুন, করার হুমকি দেয়। এভাবে সে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক ধর্ষণ করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।##
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ