নিজস্ব প্রতিবেদক,রংপুর:
রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বোরো ধান কর্তন উদ্বোধন ও মাঠ দিবসের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
রংপুর সদর উপজেলাধীন খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে চাষকৃত আনুষ্ঠানে রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা বেগম ববি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা কৃষি অফিসার, মোছাঃ তানিয়া আকতার ।
এসময় বক্তারা সমলয় চাষাবাদের গুরুত্ব তুলে ধরে বলেন এর ফলে উৎপাদন খরচ হ্রাস পাচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে। এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি অফিসার, কৃষক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ