January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 6th, 2023, 2:50 pm

রংপুরে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং রংপুরের ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানকে নিয়ে প্রকাশিত হলো ‘রংপুরে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান’ বই।
শুক্রবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে আইডিয়া প্রকাশন আয়োজিত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও লেখক-সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, বালাংদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল। বক্তব্য রাখেন বইটির লেখক ও প্রকাশক কবি সাকিল মাসুদ, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা কালী রঞ্জন বর্মন প্রমুখ।