March 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 16th, 2025, 12:36 pm

রংপুরে  ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা’র বাস্তবায়নে রংপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ৯টায় রংপুর সিটি কর্পোরেশনের নিয়মিত টিকা দান কেন্দ্রে নগরীর বিভিন্ন ওয়ার্ডের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান ইবনে তাজ এর সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  মোছাঃ উম্মে ফাতিমা, সচিব জয়শ্রী রানী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোছাঃ মৌসুমী আফরিদা ও রাজস্ব র্কমর্কতা মোছাঃ তানজিলা তাসনিম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল আলম,  প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির শান্ত, স্যানিটারী ইন্সপেক্টার মোঃ সাইফুল ইসলাম ও ইপিআই ইনচার্জ মোছাঃ শরিফা বেগম জেবা।

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রে সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশনসহ ৬৬৬ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী ‘ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পেইনে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার ৫০০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। এ সময় নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫০০ জন শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়াও রংপুর রেল স্টেশন, বাস টার্মিনাল, ঢাকা কোচ স্ট্যান্ডে ভ্রাম্যমান টিমের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে আশা শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়।

তবে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে যদি কোনো শিশুর বমি বমি ভাব হয়েছে বা শিশুর ক্ষতি হয়েছে, এমন অভিযোগ না করে অভিভাবকদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান ইবনে তাজ।