March 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 3rd, 2025, 10:34 am

রংপুরে ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি  আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে  রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল রোববার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়ে দিবসটি উদ্বোধন করেন রংপুরের অতিঃ বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর ।উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বের হয়ে প্রধান প্রধান রাস্তা  প্রদক্ষিণ করে  জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ করে।

পরে রংপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথিব বক্তব্য রাখেন অতিঃ বিভাগীয় কমিশনার মোঃ আবু জফর ,বিশেষ অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিঃ পুলিশ কমিশনার নরেশ চাকমা, জেলা প্রশাসক মো: রবিউল হাসান, পুলিশ সুপার মোঃ আবু সাইম। এতে বক্তব্য  রাখেন পুলিশ সুপার (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) মোঃ জাহাঙ্গীর হোসেন ,জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ মোহতাছিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল ইনলাম প্রমূখ ।