রংপুর ব্যুরো: বৃষ্টি উপেক্ষা করে রংপুরের আলু চাষিদের খোঁজ নিতে ও কৃষি বিপনন অধিদপ্তরের আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের আওতাধীন আলুর মডেল ঘর পরিদর্শন করলেন মহাপরিচালক পরিকল্পনা মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম।
গতকাল সোমবার (২৬ মে) বেলা ১২ টায় রংপুর নগরীর ছিলিমপুর, দুর্গাপুরে অবস্থিত আলুর মডেল ঘর পরিদর্শন করেন এবং সেখানে আলু চাষিদের মাঝে সু-পরামর্শ প্রদান করেন। এ সময় মহাপরিচালকের সাথে ছিলেন আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আনোয়ারুল হক, আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিপনন অধিদপ্তর রংপুরের সিনিয়র কৃষি কর্মকর্তা শাকিল আকতার, মাঠ ও বাজার পরিদর্শক শাহজালাল ইসলাম প্রমূখ।
কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয়ের কৃষি বিপনন অধিদপ্তর, খামার বাড়ি রংপুরের উদ্যোগে রংপুর জেলার আলু চাষিদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে বসতবাড়িতে আলু সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, বহুমূখী ব্যবহার বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও রপ্তানী বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মডেল ঘর তৈরি করা হয়েছে। যা দেশীয় প্রযুক্তির বাঁশ, কাঠ, টিন, আরসিসি পিলার, আরএফএল নেট ও ককশিট দ্বারা নির্মিত। যেখানে ৪মাস পর্যন্ত আলু ভালো থাকবে।
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা