আব্দুর রহমান মিন্টু, রংপুর:
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে নগরীর মর্ডান মোড়স্থ ‘অর্জন’, ডিসি মোড়স্থ ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ও কালেক্টরেট সুরভি উদ্যানস্থ ‘শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ এ পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম ,জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ড এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন,জেলা প্রশাসক, ড. চিত্রলেখা নাজনীন, রংপুর রেঞ্জ ডিআইজি, মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর পুলিশ কমিশনার, নুরে আলম মিনা, রংপুর পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী । সকালে নগরীর মর্ডান মোড়স্থ ‘অর্জন’ এ প্রেস ক্লাব রংপুর,পিটিসি, বিএমডিএ, রোভার স্কাউটস ।
রংপুরে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার রাত ১২টা এক মিনিটের পর থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টি, বিএনপি, বাসদ, গণতন্ত্রী পার্টি, এনপিপি, জাসদ (ছাত্রলীগ), ছাত্রফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রংপুর সিটি নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলনসহ রিপোটার্স ক্লাব, রিপোটার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রোটারি ক্লাব, বাংলার চোখ, ছকিনা ফাউন্ডেশন।
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা