March 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 27th, 2025, 12:56 pm

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রংপুর ব্যুরো:রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষ্যে ২৬শে মার্চ প্রত্যুষে রংপুর পুলিশ লাইন্স মাঠে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোঃ আবু সাইম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সকালে রংপুর স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধাগণ যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছিলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি তা অনুধাবন করতে হবে। স্বাধীন দেশে দুর্নীতিকে না বলার সংকল্প নিয়ে আমরা ন্যায়বিচার ও সমতারভিত্তিতে একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ে তুলব। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।কুচকাওয়াজে অংশগগ্রহণ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী ও পুলিশ সুপার মোঃ আবু সাইম প্রমুখ।

বেরোবিতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ, ২০২৫) সকালে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে স্বাধীনতা শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউটসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।এরপর স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউটসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাশরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। দেশের স্বাধীনতা অর্জনে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধাসহ যাদের ত্যাগ ও সংগ্রামে অবদান রয়েছে, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাচার্য। তিনি আরো বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, দ্বিতীয় স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছে দিতে হবে। উপাচার্য বলেন, ৭১ ও ২৪ এর স্বাধীনতা অর্জনের মূল থিম ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।  তিনি সকল পর্যায় থেকে বৈষম্যমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানান।