রংপুর ব্যুরো:
সবুজে শ্যামলে বাঁচি ধূমপান ও মাদককে না বলি স্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী ক্যাম্পেইন ও মানববন্ধন রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা জজ শিপ, আইনজীবী সমিতি সহায়তায় মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা আর ডি আর এস বাংলাদেশ, এবং বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ সময় কর্মসূচির উদ্বোধন করেন আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান, মহানগর দায়রা জজ, মোঃ তারিখ হোসেন, সভাপতি, রংপুর আইনজীবী সমিতি, শাহেদ কামাল ইবনে খতিব সাধারন সম্পাদক, রংপুর আইনজীবী সমিতি পাবলিক প্রসিকিউটর, ,মোঃ আফতাব উদ্দিন টিম লিডার,এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেঞ্জ, আরডিআরএস ড, এ কে এম সালাউদ্দিন, মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা প্রধান নির্বাহী অ্যাডভোকেট এ,এ,এম, মুনির চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধরণ সম্পাদক ,রুম্মানা জামান প্রমূখ।
আরও পড়ুন
কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত মালামালসহ চোর আটক
রংপুরে স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কর্মশালার