রংপুর ব্যুরো: রংপুরের মীরবাগে মানসিক রোগীদের স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রাম বিকাশ কেন্দ্র মীরবাগ অফিসে গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ‘‘ মানসিক স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো: তবারক আলী, ৩নং কুর্শা ইউনিয়ন, টেকনিক্যাল অফিসার-কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর, সহকারি শাখা ব্যবস্থ’াপক মো: রাশেদুল ইসলাম,সহকারী টেকনিক্যাল অফিসার- নিউট্রিশন বেনজির লায়লা, ইসরাত জাহান, সিএনএইচপি লাইজু বেগম ও মরিয়ম খাতুন, আইরিন আক্তার ও শিখা রানী প্রমুখ।
মানসিক রোগী দেখেন বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ডাঃ এম .এ মোনেম, এমবিবিএস, এমফিল (সাইকিয়াট্রি)।
প্রকল্পের আওতায় মানসিক অসুস্থ্যতা জনিত প্রতিবন্ধিতা হ্রাস অথবা নিরাময়ের উদ্দেশ্য এই ক্যাম্পের আয়োজন করা হয়। মোট ৩০ জন মানসিক রোগী দেখেন । এর মধ্যে গুরুতর ১০ জন রোগীকে গ্রাম বিকাশ কেন্দ্র ঔষধ ক্রয় করে দেয়া হয়।
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান ও সীলগালা, অনুমতি ছাড়াই আবার চালুর অভিযোগ!
সাভারে বনগাঁও ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৫ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ