রংপুর ব্যুরো:
রংপুরের গংগাচড়া মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে । গতকাল রোববার গ্রাম বিকাশ কেন্দ্র বাস্তবায়িত এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়নে গংগাচড়া নিউষ্টারপাড়া মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ সমাপ্তি হয়। এতে সমাপনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্র্ম্কতা মৌসুমী আখতার। এ সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ডাঃ মোঃ শামসুর রহমান, পিপিইপিপি ইইউ প্রকল্প, রংপুর অঞ্চল, এলাকা ব্যবস্থাপক সুদাসন রায়, গ্রাম বিকাশ কেন্দ্র, প্রোগ্রাম অফিসার –লাইভলীহুড কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, টিও-নিউট্রিশন সুরাইয়া আক্তার, শাখা ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান, এমআইএস অফিসার কাজী মাহবুব হাসান এটিও লাইভলীহু ও নিউট্রিশনগ। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের থেকে ২ জন প্রশিক্সণ পেয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন, প্রশিক্ষণটি তাদের সাবলম্বীর হওয়ার পথ সহজ করে দিয়েছে। তারা প্রশিক্ষণ শেষে বাসায় এবং আশেপাশে আতœীয় স্বজনদের কাপড় সেলাই দিয়ে ব্যবসা শুরু করবেন। ভবিষ্যৎ-এ গংগাচড়া বাজারে দোকান দেওয়ার পাশাপাশি অন্যান্য নারীদের প্রশিক্ষণ দেওয়া ইচ্ছা পোষন করেন। এ প্রশিক্ষণে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)-কে ধন্যবাদ জানান।”মাস ব্যপি সেলাই প্রশিক্ষণ শেষে ২৫ জন অংশগ্রহণকারীকে সেলাই মেসিন প্রদান করা হয়।

আরও পড়ুন
নির্যাতন ও দারিদ্র্য পেরিয়ে তিন নারীর অদম্য জয়গাথা
রাষ্ট্রীয় মর্যাদায় চোখের জলে ভাষিয়ে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন
কোম্পানীগঞ্জে মাদক নির্মূলে ফুঁসে উঠছে যুবসমাজ! ঐক্যের ডাকে সভা সম্পন্ন