October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 7:41 pm

রংপুরে যুবদল ৪৭ তম প্রতিষ্ঠিাবার্ষিকী পালিত

রংপুর ব্যুরো:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রংপুর মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,  সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক ও কোতোয়ালী (মেট্রোপলিটন) থানা যুবদলের আহবায়ক ওয়াহিদ মুরাদ প্রমুখ। দিনের শুরুতেই সোমবার সকাল ৭টায় রংপুর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম ও ইমরান আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তরুণদের সংগঠিত করা। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও যুবদলের নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।