May 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 26th, 2025, 11:31 am

রংপুরে যৌথবাহিনীর হাতে ৬ চাঁদাবাজ আটক

রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রংপুরের ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে আটকের বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। বুধবার রাতে রংপুর নগরীর মডার্ন মোড় বাস স্ট্যান্ড থেকে সড়ক পরিবহনের সাথে জড়িতে ৬ চাঁদাবাজ গ্রেফতার করা হয়।

প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ও  বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্প এর যৌথ অভিযানে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার মডার্নমোড় বাসস্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দূরপাল্লার বাসে চাঁদাবাজিকালে ৬ (ছয়) জন চাঁদাবাজকে আটক করা হয়। এসময় চাঁদাবাজির ২ হাজার ১ শ (দুই হাজার একশত) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোখলেছুর রহমান (৪৬), ফরিদ খান মিঠু (৫৪), শামীম হোসেন (৪৮), আশিষ কুমার চক্রবর্তী (৫৪), আনোয়ার হোসেন (৪৬), দীপক সরকার (৪৮)। তারা দীর্ঘদিন ধরে পরিবহনের সাথে জড়িত থেকে এই চাঁদাবাজি করে আসছিলো।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিমনার মো: মজিদ আলি জানান সিটির নাগরিকবৃন্দের প্রত্যাশা অনুযায়ী  নাগরিক সেবা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি নাগরিক সেবার মানোন্নয়ন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করছি।