রংপুর ব্যুরো:
রক্তাক্ত জুলাই ও তারণ্যের উৎসব/২০২৫ সবুজ এ থাকি সবুজেই বাঁচি তারূণ্যেই স্বপ্ন বুনি বিনা উপকেন্দ্র রংপুর-এর তত্ত্বাবধানে এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ফলজ গাছের চারা বিতরণ করা হয় । গতকাল বুধবার দুপুরে তাজহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিনা উপকেন্দ্র, রংপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী এর উপস্থিতিতে তাজহাট উচ্চ বিদ্যালয় ও তাজহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করেন। তরুণদের মাঝে বিনালেবু-১, বিনা ছফেদা-১ ও লিচুর চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন তাজহাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন ও তাজহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাব্বের রহমান । এসময় আরো উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র রংপুর এর সকল স্থরের বিজ্ঞানী , কর্মকর্তা, কর্মচারী ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ । রক্তাক্ত জুলাই ও তারণ্যের উৎসব সবুজ এ থাকি সবুজেই বাঁচি তারূণ্যেই স্বপ্ন বুনি এ অনুষ্ঠানে ৮০০ টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদনের দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ
কোম্পানীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধ ও বিক্ষোভ
গঙ্গাচড়ায় আলদাদপুর ছয়আনি এলাকায় শান্তির পরিবেশ বিরাজ করছে বাড়িঘর ভাঙচুরের মামলায় আটক ৫ জন