September 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 2nd, 2025, 6:57 pm

রংপুরে ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা

রংপুর ব্যুরো :

সাত দফা দাবি আদায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কর্মসূচি পালনে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে খামার মোড় নেসকোর আঞ্চলিক কার্যালয় অভিমুখে যায় আন্দোলনকারীরা। মিছিলটি পুরাতন ট্রাক স্টান্ডে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।এতে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ১০ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান ব্যানার ফেস্টুন নিয়ে আন্দোলনে অংশ নেন তারা।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য সাইফুল ইসলাম ও মোস্তাফিজার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ

এসময় শিক্ষার্থীরা দাবি তোলেন, রংপুর নেসকো অফিসে রোকোনুজ্জান নামের এক উপ-সহকারী মব সৃষ্টি করে দায় চাপিয়েছে ডিপ্লোমাদের উপর। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। একই সাথে বিদ্যুৎ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তার, ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করাসহ সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবি তুলে কর্তৃপক্ষকে এক সপ্তাহের আলটিমেটাম দেন। পরবর্তী কর্মসূচি ঘোষণায় প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য সাইফুল ইসলাম বলেন, “আজ রংপুরের লংমার্চ নেসকো কর্মসূচিতে সড়কে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে রংপুর প্রধান প্রকৌশলী বরাবর এটি স্মারকলিপি প্রদান করেছি। সেখানে আমাদের দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম বেঁধে দেওয়া আছে। একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারী রংপুর অফিসের উপ সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে গ্রেপ্তার ও তাদের ভাড়া করা গুন্ডাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরবর্তীতে লংমার্চ টু নেসকো প্রধান কার্যালয় রাজশাহী কর্মসূচি পালন করা হবে।”এসময় বুয়েট শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা আন্দোলন থেকে সরে আসার দাবিও জানান আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

পরে জনদুর্ভোগ এড়াতে কর্মসূচি সমাপ্ত করে আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।