May 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 7th, 2025, 5:58 pm

রংপুরে শিক্ষা ব্যবস্থার জাতীয়করনের দাবীতে বাকবিশিস’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুর ব্যুরো: “সার্বজনীন শিক্ষা চাই, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই” শ্লোগানকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর আয়োজনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১১টায়  বাকবিশিস রংপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষাক্ষেত্রে বাকবিশিস-এর দাবি সমূহ: ১- শিক্ষাব্যবস্থার জাতীয়করণ চাই। বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত সরকারিকরণ নয়। ইউনেস্কোর সুপারিশ মোতাবেক শিক্ষাখাতে জিডিপির ৬% বরাদ্দ করতে হবে। ২- সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও শতভাগ উৎসভ্যতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা প্রদান করতে হবে। ৩- অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ১১টি বিষয়ের উপর গঠিত ১১টি সংস্কার কমিশনের ন্যায় শিক্ষা বিষয়ের উপর শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ৪- উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করতে হবে। ৫- বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্সসহ বিভিন্ন পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভূক্ত করাসহ নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। ৬- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি শিক্ষক-কর্মচারিদের ন্যায় অবসর সুবিধা প্রদান করতে হবে। ৭- বেসরকারি শিক্ষকদের বদলীর জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। ৮- শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের আনুপাতিক হারে পদায়ন করতে হবে। ৯- অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে পূর্বের ন্যায় অভিজ্ঞাতার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে এবং অধ্যক্ষ, উপাধাক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগও শিক্ষক নিয়োগের ন্যায় এনটিআরসিএ বা শিক্ষা কমিশনের মাধ্যমে করতে হবে। ১০- সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষকদের উপর অসত্য অপবাদ দিয়ে হামলা, লাঞ্ছনা, হয়রানি ও চাকুরিচ্যুতি বন্ধ করতে হবে। ১১- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্বশাসন দিতে হবে।

মানববন্ধনে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে শিক্ষকগণ বলেন, আপনার সৃজনশীল জ্ঞান ও জীবনব্যাপী কর্মময় বাস্তব অভিজ্ঞাতার আলোকে দীর্ঘদিনের অচলায়তন ভেঙে কার্যকর সংস্কারের মধ্যদিয়ে আপামর মানুষের স্বপ্ন পূরণে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে- এই আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা আশা করি একজন প্রতীথযশা শিক্ষাবিদ হিসাবে আপনি ও আপনার নেতৃত্বাধীন সরকারের কাছে দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষক সমাজ অপরাপর সেক্টরের চেয়ে সর্বাধিক গুরুত্ব পাবে। ইতোমধ্যে আপনার নেতৃত্বাধীন সরকারের ত্বরিত পদক্ষেপের কারণে বেসরকারি শিক্ষকগণ ইএফটির মাধ্যমে বেতন প্রাপ্তি এবং বোনাস উন্নীতকরণের বাবস্থা গ্রহণের উদ্যোগ আমাদেরকে আশাবাদী করে তুলেছে। একই সাথে শিক্ষার অধিকার বাস্তবায়নে ও শিক্ষায় বিরাজমান সংকট নিরসনে এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ১৯৮৪ সাল থেকে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনকারী গণমুখী শিক্ষক সংগঠন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) আপনার সদয় অবগতি ও বিবেচনার জন্য কিছু দাবীগুলো উপস্থাপন করছে।

মানববন্ধনে বাকবিশিস রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মিয়া, মহানগর সভাপতি নবিব হোসেন লাভলু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ বাকবিশিসের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষক সমাজ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।