January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 7th, 2025, 8:56 pm

রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক একদিনের কর্মশালা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী বেসরকারী সংস্থা আর ডিআর এস প্রশিক্ষণের আয়োজন করা হয় । আর ডিআর এস সিনিয়র ম্যানেজার আশিক আহমেদ কর্মশালার উদ্বোধন করেন ।কর্মশালায় হেড অব সোশ্যাল ডেভেলপমেন্ট ছিলেন মো: মজিবুল হক মনির, কোঅর্ডিনেটর (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স ) ছিলেন  আশাফা সেলিম,  দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন ,আব্দুর রহমান মিন্টু, মো: জাকির হোসেন, তৌহিদুল ইসলাম বাবলা। পরে যুর ফোরামের কর্মপরিকল্পনা প্রনয়ন করেন প্রজেক্ট কোঅডিনেটর মো:  মতিয়ার রহমান এবং  সমাপনি অনুণ্ঠানে   সিনিয়র কোঅডিনেটর ছিলেন খ ম রাশেদুল আরেফিন ।  এই কর্মশালায় রংপুর ওগাইবান্ধা জেলায় ২৫ ফেডারেশন যুব ফোরাম সদস্য অংশ গ্রহণ করেন ।