রংপুর ব্যূরো: ঐতিহ্যবাহী রংপুর প্রেসক্লাবে অবৈধভাবে প্রশাসক নিয়োগ ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে একাট্টা হয়েছে রংপুরবাসী। সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর আমলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের দূর্নীতি ঢাকতে মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করার চেষ্টা করছে। সমাজসেবার এমন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রংপুরের প্রায় ৩৫টি সাংবাদিক, সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন। অবিলম্বে বেআইনীভাবে নিয়োগ করা প্রশাসক প্রত্যাহারসহ সাংবাদিকদের নামে মিথ্যা মামলা তুলে না নিলে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয়। এদিকে সমাজসেবা অধিদপ্তরের এমন অনৈতিক কর্মকান্ডে জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল সোমবার রংপুরের সাংবাদিক সমাজ ও সাধারণ জনতার ব্যানারে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আড়াই ঘন্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আরিফুল হক রুজু। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া সমাজসেবা কর্মকর্তারা সামাজিক নিরাপত্তা খাতে সরকারের কোটি কোটি টাকা আত্মসাত করে বিপুল অর্থ-সম্পদের মালিক বনে গেছেন। গণঅভ্যূত্থান পরবর্তীতে অপকর্ম ঢাকতে তারা সাংবাদিকদের পেছনে উঠে পড়ে লেগেছে। নিবন্ধন নবায়নকে কেন্দ্র করে ষাট বছরের পুরনো ঐতিহ্যবাহী রংপুর প্রেসক্লাবে অবৈধভাবে প্রশাসক নিয়োগ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। রংপুরে কর্মরত ১৯ পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের কন্ঠরোধ করার চেষ্টা করছে। সেই সাথে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রেসক্লাবে সংরক্ষিত জুলাই অভ্যূত্থানে ছাত্র-জনতার উপর বিগত ফ্যাসিস্ট সরকারের তান্ডবের নানা ধরনের ডকুমেন্ট নষ্ট করার চেষ্টা করছে এবং প্রেসক্লাবে সদস্যদের সংরক্ষিত নানা মূল্যবান কাগজপত্র, টাকা-পয়সা খোয়া যাওয়ার শংঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধন সমাবেশে বক্তারা আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের এমন অনৈতিক কর্মকান্ডের ঘটনায় রংপুরের সচেতন মহল নিন্দা জানিয়েছে। অন্তর্বতী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করানো সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রেসক্লাব থেকে প্রশাসক প্রত্যাহার করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরসহ অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়। মানববন্ধন সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জাসদ নেতা মিরাজুন নবী মিলন, বাসদ নেতা মমিনুল ইসলাম, ইউনিটি ফর ইউনিভার্স হিউমান রাইট্স অব বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় মহাসচিব মোজাক্কের হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন সুইডেন, রংপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রেপিট, একাত্তর গণতান্ত্রিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাজু, প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় সংগঠক দেবদাস ঘোষ দেবু, প্রেসক্লাব দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পাকার মাথা দোকান মালিক সমিতির সভাপতি বারী মিঠু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিনিয়র সদস্য জয়নাল আবেদীন, দৈনিক বায়ান্নার আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, বার্তা সম্পাদক আশরাফুল আলম আপন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহ্ মোঃ সাদা মিয়া, প্রেসক্লাব সদস্য সময় টিভি’র স্টাফ রিপোর্টার রেদওয়ান হিমেল, দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান আঞ্জু মনোয়ারা বেগম রেখাসহ অন্যরা। মানববন্ধন সমাবেশটি সঞ্চালনা করেন, প্রেসক্লাব সদস্য দীপ্ত টিভি’র প্রতিনিধি বাবলুর রহমান বারী ও বৈশাখী টিভি’র রংপুর প্রতিনিধি ইসমাইল হুসাইন প্রিন্স।
এদিকে প্রেসক্লাবে অবৈধভাবে প্রশাসক নিয়োগ ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রংপুরের কৃতি সন্তান সোহরাওয়াদী শুভ, নাসির হোসেন এবং আরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অবিলম্বে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মামলা তুলে দেওয়ার জোর দাবী জানান।
আরও পড়ুন
ঢাকা থেকে নিখোঁজ সুবা নওগাঁয় উদ্ধার, তরুণ আটক
রূপসা নদীতে ১০ দলের অংশগ্রহণে হবে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ